[caption id="attachment_24079" align="alignleft" width="500"] প্রতীকি ছবি[/caption]
আওয়ার ইসলাম: আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের একটি মাদরাসায় হামলা চালিয়েছে জিহাদি সংগঠন আইএস।
হামলায় মাদরাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এছাড়াও মাদরাসাটির ১৪ আলেম শিক্ষককে অপহরণ করেছে সংগঠনটি।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের নাঙ্গাহার এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। খবর ডন উর্দুর।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস প্রাদেশিক শিক্ষা বিভাগের মুখপাত্র মোহাম্মদ আসিফ সানওয়ারির সূত্রে জানায়, সোমবার আইএসের তিন জঙ্গি মাদরাসায় ঢুকে ভাঙচুর চালায় এবং মাদরাসা ১৪ শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়।
নাঙ্গাহারের পুলিশ বলেছে, এ ঘটনার পেছনে আইএসএসই দায়ি। তবে আইএস এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে বেশ কিছুদিন ধরে দুই জিহাদি গ্রুপ আইএস ও তালেবান নিজেদের শক্তি প্রমাণে জোর চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এ হামলা সে সূত্রেই ঘটতে পারে।
আরআর