বশির ইবনে জাফর: রাজধানীর সেরা বেসরকারী কলেজগুলোর মধ্যে অন্যতম দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো. আবুল কালাম দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভারপ্রাপ্ত হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতীয় বিশ্যবিদ্যালয় কতৃক গঠিত পাঁচ সদস্যের গভর্ণিংবডির সিদ্ধান্তনুযায়ী তাকে এ দায়িত্ব অর্পন করা হয়।
জনাব মো. আবুল কালাম অত্র কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষকতা করে আসছিলেন। এর মধ্যে তিনি একাধিক বার জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্বপালন করেছেন।
কলেজ সূত্রে জানা যায় পূর্বের অধ্যক্ষ জনাব মু. সাহাদাত হুসাইন রানার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে এ দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর ন্যস্ত করা হয়।
এদিকে জনাব মো. আবুল কালামকে নতুন অধ্যক্ষ হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দের ছাপ লক্ষ করা গেছে।
বিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় 'কালাম স্যার' দায়িত্ব পাওয়ায় তাদের কলেজ এখন আগের চেয়ে আরো অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে বলে তারা বিশ্বাস রাখেন।
আরআর