সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ওড়না এবং ঢাক ঢোল তবলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আবদুল্লাহ
শিক্ষক ও কলামিস্ট

labib_abdullahসাধারণ শিক্ষার শিক্ষাবর্ষ শুরু জানুয়ারি মাস থেকে৷ উপমহাদেশের ঐতিহ্যবাহী কওমি মাদরাসার শুরু শাওয়াল টু রামাযান৷ রমযান কুরআন নাযিলের মাস৷ মাদরাসার তালেবে ইলমরা তারাবিহ পড়ায় তাই রমযানে মাদরাসা বন্ধ থাকে৷ রমযানে সবার রোযা রাখার সুবিধার্থে রমযানে মাদরাসা বন্ধ থাকে৷ মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষাগুলো শাবানে হয় রমযানে পরীক্ষার ফলাফল তৈরি করতে হয় তাই মাদরাসার শিক্ষাকার্যক্রম বন্ধ থাকে৷ তবে মাদরাসাগুলোর হিফয বিভাগ খোলা থাকে৷ মাদরাসার শিক্ষা বর্ষ শুরু শেষের বৈচিত্র থাকতেই পারে এবং এটির শুরু শেষ পরিবর্তণও করা যেতে পারে পরামর্শক্রমে৷

দুই
সাধারণ শিক্ষায় নতুন বছরে নতুন বই পত্র৷ নতুন কালারের বই৷ নতুন বিষয়ের বই৷ ফ্রি বই বিতরণ৷ বই বিতরণ উৎসব৷ এইসব আবার আলিয়া মাদরাসার ক্ষেত্রেও৷ তবে আলিয়া মাদরাসা ও স্কুলের বই একই ধরনের হওয়া ঠিক নয়৷ মাদরাসার কিতাবগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷
আমাদের দেশের বুদ্ধিজীবীদের হাতে নতুন ইস্যু ও তে ওড়না থাকা৷ কলাম লিখছেন তাঁরা এবং তাহারা র তে রথ টানি নিয়ে চুপ৷ ওড়নায় সাম্প্রদায়্কতার ঘ্রাণ নাসিকায় লাগে কিন্তু রথে সাম্প্রদায়িকতার ঘ্রাণ নাকে লাগে না৷

সাধারণ শিক্ষা নানা ত্রুটি থাকার পরও মুসলিমরা সে শিক্ষাই অর্জন করছে৷ সাধারণ শিক্ষায় সবচে বড় অসম্পন্নতা হলো কুরআন সুন্নাহর আলো না থাকা৷ এই শিক্ষায় নানা অন্ধকার বিরাজ করছে৷ সেরা শিক্ষিতরা সেরা দুর্নীতিবাজ৷ স্বার্থ দেখে নিজের দেশ ও দশের নয়৷ কিছু ব্যাতিক্রম ছাড়া দেশের শিক্ষিত সমাজের মাঝে দুর্নীতির পরিমাণ বাড়ছে৷ উন্নয়ণের জন্য বরাদ্দের টাকা নিজের পকেটে রাখলে তো রাস্তা ঘাটে জনতার কষ্ট হয়৷ প্রতিদিন মানুষ দুর্নীতির প্রভাব অনুভব করেন আমজনতা৷ কুরআনী চেতনা ছাড়া সাধারণ শিক্ষা অসম্পন্নই থাকবে৷

তিন
মাদরাসা শিক্ষা মোগল আমলেও পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা ছিলো৷ এর আগে মাদরাসার হাজার বছরের ইতিহাস বলে মাদরাসা শিক্ষাই ছিলো সম্পন্ন শিক্ষা৷ যিনি মসজিদের ইমাম তিনি প্রধান বিচারপতি হতে পারতেন৷ ইমাম আবু ইউসুফ রহ তো চীফ জাস্টিস ছিলেন৷ যিনি মাদরাসায় পড়েছেন তিনি আবার দেশের প্রধান রাষ্ট্রপতি হতেন৷ বাদশাহও হতে পারতেন৷ বাদশাহ আলমগীর রহ তো আলেম ছিলেন৷ পূর্বের যুগের রাজা বাদশাহরা ইলমদোস্ত ছিলেন৷ ইলমের সেবক ছিলেন৷ নিজেরা মসজিদ মাদরাসা তৈয়ার করতেন৷ নির্মাণ করতেন মসজিদ মাদরাসা৷ আলেম উলামা ও তালেবে ইলমদের সেবা করা নিজের জন্য সৌভাগ্য মনে করতেন উমাইয়া, আব্বাসীয়, ফাতেমী যুগে৷ মোগল আমলেও ছিলো এর ধারাবাহিকতা৷ কিন্তু সাম্রাজ্যবাদী বৃটিশরা শিক্ষায় বিভাজন করেছে৷ তাদের শিক্ষাব্যবস্থা আমদানি করেছে উপমহাদেশে৷ ডিভাইড এন্ড রোল পলিসি প্রয়োগ করেছে শিক্ষানীতিতেও৷ আলিয়া কওমি ও জেনারেল শিক্ষার বিভাজন বৃটিশি চিন্তার ফল৷

মুসলিমরা নিজেরাই নিজেদের দুশমন৷ নিজেরাই বিরোধী কুরআন সুন্নাহর শিক্ষার৷ কথিত মুসলিম বুদ্ধিজীবীরাই ও তে ওড়নার প্রতিবাদ করছে৷ তাহারা আবার স্কুলে যৌন শিক্ষা অন্তর্ভুক্তের কথা বলেন কিন্তু ওড়নাতে এলার্জি তাহাদের৷ ওড়না শালীন পোশাক৷ ভদ্রদের পোশাক৷ বাঙ্গালীর ঐতিহ্যের পোশাক৷ মুসলিমদের নয় শুধু বাংলাদেশের হিন্দু মেয়েরাও ওড়নায় নিরাপদ বোধ করেন৷

উপজাতীয়রাও বুকে আলাদা একটি কাপড় রাখেন ওড়না জাতীয়৷ বোরকা হিজাবের কোনো নিয়ম কানুন তো আর স্কুলের বইয়ে অন্ত্রভুক্ত করা হয় নি তাহলে শুধু ওড়নাতেই এতো প্রতিবাদ কেন? ৯০ ভাগ মুসলমানের দেশে গণতান্ত্রিকভাবেই তো তাদের বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে শিক্ষাক্রম পরিচালিত হবে৷ যারা বোরকা হিজাব ও ওড়না নিয়ে চিন্তিত তারা যদি নিজের পরিবারে একবার চেয়ে দেখেন তাহলে দেখবেন তাদের মা মেয়ে খালারা কত শালীন পোষাক পড়ছেন এবং অতীতে পরিধান করতেন৷ যদিও ভারতীয় হিন্দি সিরিয়ালের কুপ্রভাবে আমাদের নারীরা প্রভাবিত কিন্তু শত কিছুর পরও বোরকা ও হিজার সুরক্ষা তা মনে করে একজন নারী৷ ভদ্র মহিলাগণ৷

কোনো বুদ্ধিজীবী তো আর নিজের মেয়েকে ওড়না ও হিজাব ছাড়া চলতে দেন মনে হয় না৷ তাহলে ও তে ওড়নায় বিরোধিতা কেন?

বলছিলাম মাদরাসা শিক্ষা ধীরে ধীরে সংকোচন করা হচ্ছে৷ আরবি বিষয় সীমিত হয়ে যাচ্ছে আলিয়া মাদরাসার শিক্ষায়৷ কওমি মাদরাসাকে চেষ্টা চলছে নিয়ন্ত্রণের নানা উপায়ে৷ জঙ্গি তকমা দেওয়া হচ্ছে৷ তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে৷ সেই আগের যুগের রাজা বাদশাহদের ভালোবাসা আর পায় না এখন দীনি শিক্ষাকেন্দ্র মাদারিসে দীনিয়া বা কওমী মাদরাসা৷ তবে দেশের কোটি কোটি জনতা দীনি শিক্ষার ধারক বাহক৷ পৃষ্টপোষক৷ সহযোগী৷ সহমর্মী৷ বৃটিশও বিলুপ্ত করতে পারে নাই মাদরাসা শিক্ষা৷ পারবে না লর্ড ম্যাকলের অন্ধ অনুসারীরাও৷ কিন্তু কওমি মাদরাসা শিক্ষা আরও সমৃদ্ধ হতে হবে৷ সমন্বয় হতে হবে দীন ও দুনিয়ার বিষয়াবলীর৷

চার
ও তে ওড়না এটি সাম্প্রদায়িকতা এবং মৌলবাদী চেতনা৷ মেনে নিলাম কিন্তু কিছু প্রশ্ন আমাদের অসম্প্রদায়িক বুদ্ধিজীবীদের বিবেকের আদালতে৷

ঋ তে ঋষি
প্রথম শ্রেণির আমার বাংলা বইয়ে ঋ তে ঋষি কেন?

ঋষির ছবি বলছে ঋষি সাহেব অন্যধর্মের অনুসারী৷ বিজ্ঞানের যুগে শ্রমের যুগে ঋসি সাহেব আমাদের কী উপকার করবে? ছবিতে একটি ঘটিও আছে৷ জটাধারী ঋষি৷

এটি কি সাম্প্রদায়িকতা নয়?

এ তে একতারা
একতারা তো বাউলের হাতে থাকে৷ বৈরাগীদের হাতে থাকে৷ এই বাউলিপনা আমাদের পরিবারে কী উপকার করবে? ইসলামে বাউলিপনা নেই৷ নেই সংসারবিমুখিতা৷ একতারা নাগরিক জীবনেই বা কী প্রয়োজন? শিশুরা কি একতারা বাজায়?

জল
প্রথম শ্রেণির বাংলা বইয়ের ২৩ পৃষ্টায় জল লিখা আছে৷ বাংলাদেশের মানুষ দৈনন্দিন জীবনে তো জল বলে না৷ বলে পানি৷ ওপার বাংলায় কিন্তু পানি বলে না৷ বলে জল৷ এপার বাংলায় পানি৷ এটি শব্দ সংস্কৃতি৷ যদিও জল ও পানি একই৷ কিন্তু প্রথম শ্রেণির বইয়ে পানি নেই আছে জল৷

আমরা পানি পান করি৷ শিশুরা কিন্তু স্কুলে জল বললেও বাসায় পানি বলে ও বলবে৷ ওপার বাংলার পাঠ্য বইয়ে কি জলের জায়গায় পানি লিখবে? আমরা উদার তাই আমরা পানির জায়গায় জল লিখি৷ যৌক্তিক কারণে পানি হতে পারতো কিন্তু হয়েছে জল৷ যে জলে আগুন জ্বলে এই বাক্য পানি দিলে মিলবে না৷ তাই আমরা জল পানি সব বলি৷ কিন্তু অন্যরা কিন্তু পানি বলতে রাজি নয়৷ পাঠ্যবইয়ে এক জায়গায় পানিও থাকতে পারতো৷

ঢ ঢাক বাজাই
ঢাক বাজাই একটি ছবিতে ঢাক আছে৷ কতজন শিশু ঢাক বাজায় বাস্তবে? ঢ তে ঢাকা হলে সমস্যা কোথায়? ঢাক তো মুসলিম সংস্কৃতি নয়৷

ত তবলা
তবলা কতজন বাজায়? ঢাক তবলা তে তো কানের ক্ষতি হয়৷ উচ্চ আওয়াজ তো কানের জন্য ক্ষতি৷ ত তে তাল হলে সমস্যা কোথায়? তালগাছ তো আমাদের দেশের গাছ৷

র তে রথ টানি
হে বুদ্ধিজীবী সকল, আপনারা তো ওড়না নিয়ে প্রবলেমে আছেন৷ আছেন টেনশনে৷ রথে কি সাম্প্রদায়িকতা নেই? রথ কি ধর্মীয় উৎসবের বাহন নয়?এ নিয়ে নীরব কেন?

ভাত খায় গান গায়
বাংলাদেশের কয়টা পরিবারে ভাত খাওয়ার সময় গান গায়৷ কতটা বাস্তব চিত্র এটি? ভাত বা খাবারে মনযোগ দিতে হয়৷ গানটা উদাস করে৷ উদাসী হয়ে খেলে হতে পারে বদ হজম৷ গান গাওয়ার কথা থারতে পারে প্রথম শ্রেণির বইয়ে৷ কিন্তু ক তে কুরআন পড়ি থাকতে পারে না? এটি থাকলে 90% মানুষের কথা হতো কিন্তু গান, তবলা, ঢাক, একতারা কত পার্সেন্ট মানুষের চেতনা?

ঢোল হাতে খোকা হাসে
হাতে থাকবে ল্যাপটপ বা উন্নত প্রযুক্তির কিছু৷ কিন্তু শিশুর হাতে ঢোল?

বীনা আনি গীত শুনি
গীত কিন্তু উর্দু শব্দ৷ গীত হিন্দিতেও আছে৷ বিয়েতে গ্রামে গীত গাওয়া হয়৷ আমাদের শিশুরা একতারা, ঢাক, তবলা, ডোল, বীনা, গান সব শিখলো৷ গান বাজনা শিখতে শিখতেই তো বই শেষ৷ আমাদের শিশুদের মনে বিজ্ঞানের কিছু শব্দ বা মুসলিম হিসেবে কুরআন সুন্নাহর কিছু শব্দ শিখানোর দাবি কি অযৌক্তিক? সংখ্যাগরিষ্ট মানুষের চেতনা কি তবলা ও গীত? ভাত খাইতেও শীবের গীত?

অ তে অজ
বাংলা একাডেমীর অভিধান দেখে অজের অর্থ ছাগল পেলাম৷ আমাদের মুখের ভাষা ছাগল৷ ছাগলামি হলো অজ লিখা৷ কেউ কি অজ বলে? তবে ছবিতে ছাগল গাছে উঠে এটি ঠিক আছে৷ বুদ্ধিজীবীদের বলছি আপনি গ্রামে গেলে দেখবেন ছাগল গাছে লাফ দেয়৷ আমার কাছে গাছে উঠার একটি ভিডিও আছে৷ ছাগলের সাথে কথাও বলেছি৷ ছাগল বুদ্ধিজীবীদের প্রতিবাদ করে প্রমাণ করেছে গাছে উঠতে পারে৷

মৃগল মাছ
বাবা মৃগেল মাছ ধরেন ভাতে মাছে বাঙ্গালী৷কিন্তু কত মাছ আমাদের নদী ও পুকুরে কিন্তু মৃগল মাছটা আবার কি?
নামও শুনেন নাই অনেকে৷

যারা ওডনা নিয়ে টেনশনে আছেন তারা একটু ভাববেন যে এই ওড়নার চেতনার বিপরীত কত ঢোল তবলা আছে৷

আছে গীত গান৷ আপনারা ওড়না নিয়ে কথা বলবেন৷ কলাম লিখবেন৷ প্রতিবাদ করবেন৷ কিন্তু ঢোৱ তবলা একতারা জল নিয়ে কথা বললে মৌলবাদী খুঁজবেন এটি কেমন কথা? এটি কি আপনাদের উদারতা? বিজ্ঞানমনস্কতা?

অসম্প্রদায়িক চেতনা?

ধন্যবাদ ঋষি সাহেবগণ আপনাদের এই একমুখী চেতনাকে৷

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ