হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে
ভারতের দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের প্রধান, মুফতিয়ে আজম হজরত আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদি ১৫ দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন৷
ঢাকা, ঢাকার বাইরে বড় বড় কয়েকটি মাদরাসাসহ কিছু ঘরোয়া প্রোগ্রামেও অংশ নেবেন বলে জানা গেছে৷
আজ বাদ মাগরিব থাকবেন জামিয়া সাঈদিয়া কারিমায়া'র বার্ষিক মাহফিলে৷ যেখানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷
ঢাকার উত্তরার মাওলানা শাহরিয়ার মাহমুদের তত্বাবধানে এ সফর করছেন বলে হজরত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘শাহরিয়ার মাহমুদ গত প্রায় ৩০ বছর যাবত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করিয়ে আসছেন৷ সে হিসেবে এবারও তার তত্ববধানেই সফর হচ্ছে৷’
মুফতি খায়রাবাদি আজ স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাবেন৷ বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার শাহ জালাল আন্তর্জতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে৷
হজরত জানান, আগামী ফেব্রুয়ারীর ২৪ তারিখে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের আমন্ত্রণে পুনরায় বাংলাদেশ সফরে যাবেন৷ পীর সাহেব ইতোমধ্যেই ফোন করে হজরতকে আমন্ত্রণ জানিয়েছেন৷
২০ জানুয়ারি মুফতি খায়রাবাদি সাহেবের দেওবন্দে ফেরার কথা রয়েছে৷
আরআর