শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

হাঁড়কাপা শীতে ইজতেমার মাঠেই রাতদিন অবস্থান করছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ

chatga2_ijtema‘ভরা পৌষের খোলামাঠে হাঁড়কাপানো শীত ও ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে ৯০বছর বয়েসে অসুস্থ শরীর নিয়ে মোবাল্লীগদের উৎসাহ ও প্রেরণা যোগাতে তাদের সাথেই সাধারন ময়দানে অবস্থান করছেন হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)। এই তথ্য জানিয়েছেন, হযরতের প্রেস সচীব মাওলানা মুনির আহমদ।

গতকাল থেকেই তাবলীগ জামাআতের আঞ্চলিক ইজতেমা চট্টগ্রামের হাটহাজারী চারিয়া মাঠে তিনি রাত দিন চটের সামিয়ানার নিচে অবস্থান করছেন। তিনদিন শেষে আখেরি মুনাজাত শেষ করেই হযরত দারুল উলূম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে ফিরবেন বলে হযরত ইচ্ছে প্রকাশ করেছেন।

এখবর পেয়ে চট্টগ্রামের আলেম উলামারা দলে দলে ছুটে আসছেন বিছানা পত্র সহ ময়দানের দিকে। দ্বীনদ্বার মানুষজন হযরতকে মাঠে এভাবে রেখে বাড়িতে থাকাটা যেন সেনে নিতে পারছে না। সবাই ইজতেমাতে চল। আল্লামা আহমদ শফির মতো ময়দানে থাক। এমন আওয়াজ উঠেছে সর্বত্র।

দ্বীনের জন্য তার এই কষ্ট মোজাহাদা মোবাল্লীগদের মাঝে প্রেরনা সঞ্চার করেছে। টয়েলেট, অযু ইস্তেন্জাসহ নানা কষ্ট এই বয়েসে শায়েখ বরদাশত করে নিয়েছেন হাসিমূখে। তার এই উপস্থিতি পুরো মাঠের উপর যেন এক বটের ছায়া। রমহতের এক মায়েবী বোকে আগলে নেয়া পরশ। এতে করে চট্টগ্রাম ইজতেমার খুরুজ ও দাওয়াতের মেহনতে সবাই বিপুল উৎসাহ পেয়েছেন।

হযরতের সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্যে সকলে দোয়া করবেন।’

লেখকের ফেসবুক থেকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ