আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় নতুন একটি জেন্ডার সমতা বিল প্রত্যাখ্যান করেছে দেশটির শীর্ষ এক আলেম। বিলটির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সমতা আইন মুসলিম বিশ্ব মানবে না।
ওই জেন্ডার সমতা বিলে সম্পত্তিতে নারী ও পুরুষের সমান উত্তরাধিকারের প্রস্তাব দেয়া হয়েছে।
নাইজেরিয়ার সুলতান অব সোকোতো মোহাম্মদ সাদ আবুবকর বলেছেন, মুসলিমরা ইসলামি আইনের লঙ্ঘনকে মেনে নেবে না। যেখানে ইসলাম সম্পত্তিতে পুরুষদের বৃহত্তর অংশ দেয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ কারণে ইসলামে সব বিষয়ের সমাধান পূর্ব নির্ধারিত। এখানে সংস্কারের কিছু নেই।
দেশটির সংবাদ মাধ্যম ঘানাদালিয়েস এক প্রতিবেদনে বলেছে, ডেন্ডার এ আইনকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার মূল খ্রিস্টান সংগঠন। অতীতেও ইসলামের বিভিন্ন বিষয়ে বিতর্কিত বিলে এমন সমর্থন জানানোর ঘটনা ঘটেছে উত্তেজনা বাড়ানোর জন্য।
আরআর