সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা মুসলমানরা আমাদের ভাই তাদের পাশে দাঁড়ান: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemiআওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন চলছে। জাতিসঙ্ঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পর্যন্ত এ সঙ্কট সমাধানে কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমাদের সরকারও এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। রোহিঙ্গা মুসলমানরা আমাদের ভাই। এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।

তিনি জমিয়ত নেতাসহ দেশের জনগণকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাবার সরবরাহসহ তাদের যথাযথ হেফাজত করতে সরকার ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল বাদ আসর জমিয়তের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জমিয়তের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

সমাবেশে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে মাওলানা আব্দুল মালিক রূপপুরীকে সভাপতি, মাওলানা খায়রুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল আজিজকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের মৌলভী বাজার জেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ