আওয়ার ইসলাম: ব্রাহ্মণ বাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটে জড়িত অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নাসিরনগর থানার ওসি আবু জাফর জানিয়েছেন,মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জাফর সাংবাদিকদের জানান, বিকাল ৪টার দিকে নাসিরনগর থানা পুলিশ আবদুল আহাদকে গ্রেপ্তার করে।
“গত ৩০ অক্টোবর হিন্দু পল্লীতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।”
গ্রেপ্তারের পর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্যে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর এবং অন্তত দেড়শ বাড়িঘরে হামলা লুটপাট চালানো হয়।
এরপর ৪ নভেম্বর ও ১৩ নভেম্বর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়।
ডিএস