সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাতিসংঘ আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছে:‌ ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BRIARCLIFF MANOR, NY - JUNE 07:  U.S. Republican Presidential candidate Donald Trump addresses supporters and the media following primary elections on June 7, 2016 in Briarcliff Manor, New York. Trump spoke to the media at Trump National Golf Club.  (Photo by John Moore/Getty Images)

আওয়ার ইসলাম: আড্ডা দিতেই ‌আজকাল জাতিসংঘে ভিড় করেন মানুষ! প্যালেস্টাইনে বসতি গড়া নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস করায় জাতিসংঘকে লক্ষ্য করে এমন মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‌চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল কাজের কাজ কিছু হয় না। জাতিসংঘ এখন আড্ডা দেওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে। হেসে-খেলে, গল্প করে দিন কেটে যায়। ’‌

১৯৬৭ সালের ছ’‌দিন ব্যাপী তৃতীয় আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম এবং গোলান হাইট্‌সের মতো প্যালেস্টাইনের কিছু এলাকা দখল করেছিল ইসরায়েল। পরে সেখানে নিজেদের দেশের নাগরিকদের বসতি গড়ে তুলতে শুরু করে। বিশ্বের বাকি দেশগুলি এর বিরুদ্ধে সোচ্চার হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন করে আসছে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ