আওয়ার ইসলাম: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি জানান, বার্লিনের একটি ক্রিসমাস বাজারে লরি চালিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন আনিস আমরি গতকাল শুক্ররারে ইতালির মিলানে পুলিশের হাতে নিহত হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
ইতালীয় পুলিশ জানায়, মিলানের সেস্তো সান জিওভানি্ন এলাকায় শুক্রবার ভোরে পুলিশ একটি রেলস্টেশনের বাইরে নিয়মিত টহল দেওয়ার সময় এক যুবককে থামিয়ে তার পরিচয়পত্র দেখাতে বললে সে গুলি চালাতে শুরু করে। এ সময় সে 'আল্লাহু আকবর' বলেও চিৎকার করছিল। তার গুলিতে একজন পুলিশ অফিসার আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনেত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, বিন্দুমাত্র সন্দেহ নেই এ লোকটিই আনিস আমরি। জার্মান পুলিশ নিশ্চিত করেছে, লরির ভেতর থেকে আনিস আমরির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। নিহত এই ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে সন্দেহভাজন হামলাকারী তিউনিসিয়ান আনিস আমরির আঙুলের ছাপ মিলে গেছে।
ডিএস