দিদার শফিক: গত বৃহস্পতিবার ইরাকের মসুলের উত্তরাঞ্চলীয় শহরের আকাশে শহরবাসীর প্রতি "সহানুভূতি ও সমর্থন" প্রকাশ করে ৪লাখ চিঠি উড়িয়েছে ইরাকি এয়ার ফোর্স।
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এর বরাতে জানা যায়, আইএস নিয়ন্ত্রণাধীন শহরের অধিবাসীদের প্রতি "সহানুভূতি ও সমর্থন" প্রকাশ করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
জোট এক বিবৃতিতে জানায়, এ চিঠিগুলো ইরাকের সর্বাঞ্চলের জনগণের পক্ষ থেকে লিখিত। চিঠি লিখন এবং তা মসুলের আকাশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ মসুলবাসীর জন্য নিরাপত্তার কারণ হবে বলে তারা আশা ব্যক্ত করেছে।
মসুলবাসী দু বছরেরও অধিক কাল ধরে আইএসের কাছে জিম্মি হয়ে আছে। ইরাকের জনগণ এ দুঃসময়ে মসুলবাসীকে ভুলে যায়নি এবং আইএস এর পরাজয়ের পর জিম্মিদশা থেকে মুক্ত হলে ইরাকের সর্বাঞ্চলীয় জনগণ তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে চিঠির মাধ্যমে এ বার্তাই পৌঁছে দেয়া হয়েছে।
‘ইন্টার নেশনাল ইন্সস্টিটিউট ফর ওয়ার এন্ড পীস রিপোর্টিং’ এর ১৭ অক্টোবর নেয়া উদ্যোগ ‘মসুলবাসীর প্রতি চিঠি’ এর এটা চূড়ান্ত রূপ। এটা সেই তারিখ যে দিন চরমপন্থী আইএস থেকে মসুলের সর্বশেষ প্রধান কেল্লা ফেরত নিতে ইরাকি বাহিনী অভিযান শুরু করেছিল। জোট বাহিনী জানায়, মসুল শহরে অভিযান পরিচালনার পর ৪ লাখ চিঠি হাতে লেখার জন্য ২১৬০টি নোটিশ ব্যবহার করা হয়েছে। মসুলিআক্রমণ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১লাখ অধিবাসী শহর ছেড়ে চলে গেছে। সূত্র: শাফাকনা ডটকম।
ডিএস