তিনি আরো বলেন, ইহুদিরা বলে, খৃস্টানরা কোন ভিত্তির উপরেই নয় এবং খৃস্টানরা বলে, ইহুদিরা কোন ভিত্তির উপরেই নয়। অথচ ওরা সবাই কিতাব পাঠ করে! এমনিভাবে যারা মূর্খ, তারাও ওদের মতই উক্তি করে। অতএব, আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। (সূরা বাকারাঃ 113
মহান আল্লাহ বলেন, ওরা বলে, ইহুদি অথবা খৃস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর। (সূরা বাকারাঃ ১১১)
এআর