আশরাফ শাফি
আমি সুলতান সোলেমান কোনদিন দেখি নাই, দেখার ইচ্ছাও ছিল না। ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যান এর ভক্ত ছিলাম। কেউ কেউ তো আমাকেই স্পাইডারম্যান হিসাবে চিনে ;-)
যাই হোক, আমার কাছে সিরিয়ালটি মূলত জৌলুসপূর্ণ অন্যান্য হিন্দি সিরিয়ালগুলোর মতো একই স্ট্রেটিজিতে তৈরি। বেসিক কোন পার্থক্য নেই। এমনকি বেশ কিছু ক্ষেত্রে আমাদের ড্রামা সিরিয়ালগুলোর সাথেও মিল আছে। অর্থাৎ কাহিনীর আগা মাথা নাই, শুধু শুধু তৈরি করা সাসপেন্স, অকারণে দীর্ঘায়িত করা কাহিনী, লাখ টাকার পোশাক গায়ে রাতে ঘুমানো ও ঘামানো :-/
তাই আমার মতে সুলতান সোলেমানকে বাংলাদেশে প্রচার করা থেকে বিরত রাখা যেতেই পারে। আমাদের শিল্পীদের স্বার্থ আমাদের বিবেচনা করাই উচিত। তবে, ভারতের সিরিয়ালগুলো কোন স্বার্থে এদেশে চলমান থাকবে, কেন শিল্পীদের আন্দোলনে ভারতীয় সিরিয়ালগুলো বন্ধের কোন দাবি নেই তা এই মন জানতে চায়।
এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মাইন্ড যারা মেন্টেইন করেন আমি তো তাদের শিল্পী ভাবতে পারছি না। যেখান থেকে কোন প্রতিরোধ আসার সম্ভাবনা নেই সেখানে এতো ব্যাটাগিড়ি কিসের? পারলে ভারতীয় সিরিয়ালগুলো বন্ধ করেন শিল্পী বন্ধুগণ। বহুদিন ধরে বিশেষ জায়গায় জাতিকে মেরে যাচ্ছে..
ডিএস