সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330আওয়ার ইসলাম: যশোরের উপশহর এলাকার একটি বাড়ি থেকে চ্যাং হিং চং (৪৫) নামে চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চ্যাং হিং চং ইজিবাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজিবাইক বাংলাদেশে আমদানি করে বিক্রি করতেন। এ ঘটনায় দু'জনকে আটক করার কথা জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন।

তিনি জানান, উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলায় ভাড়া থাকতেন চ্যাং হিং চং । তার সঙ্গে কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির থাকতেন।

বৃহস্পতিবার সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে খবর দেন, চ্যাং হিং চং-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, হামিদা ভিলা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, বুধবার রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাৎ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

পরে সকালে পুলিশ সুপার আনিসুর রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্তকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ