সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বৃহস্পতিবার বিজয় উৎসব ও সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

desh_ourislam

আবিদ আনাম: বিশ্বাসী তারুণদের মাঝে দেশপ্রেম স্বাধীনতাবোধ, মুক্তিযুদ্ধের চেতানা বিকাশের জন্য দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম উদ্যোগ নিয়েছে বিজয় উৎসবের। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ও হামদর্দ এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ বিজয় উৎসব।

দীর্ঘ দুইমাস অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামে অনুষ্ঠিত হয়েছে এসো দেশকে জানি কুইজ প্রতিযোগিতা। বিজয় উৎসবে ১০ জনকে দেশ গবেষক সম্মাননা প্রদান করা হবে। বিজয় উৎসবে সভাপতিত্ব করবেন দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী।

বিজয় উৎসবের বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস এন্ড পাওয়ার লুম এসোসিয়েশনের চেয়ারম্যান আজিজুল হক, ইসলামী ব্যাংক লি. এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও ডেবলপমেন্ট উইনিং মু. মোশারফ হোসাইন, ঢাকার বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, অন্য রকম গ্রুপের পাবলিক রিলেশন এন্ড ইভেন্ট পরিচালক মাহমুদুল হাসান সাদী।

আলোচক হিসেবে থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক ড. আব্দুল কাদের, বুনইয়ান আবাসন লি. এর ব্যবস্থাপনা পরিচালক রশীদ আহমদ ফেরদৌস, ইসলামিক ফেকাহ একাডেমি বাংলাদেশ-এর সেক্রেটারি মুুফতি আমিমুল ইহসান, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম-এর সভাপতি শাকির হোসাইন শিবলি, মাকতাবাতুল আজহার এর স্বত্তাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারী, রাহবার মাল্টিমিডিয়া লি. এর চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম, ব্রিটেনিয়া হজ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আতাউল্লাহ আমিন, মাকতাবাতুত তাকীর স্বত্বাধিকারী আবদুল্লাহ জুলকারনাইন প্রমুখ।

desh_ourislam2

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব অনুষ্ঠান সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

বিজয় উৎসবে স্বরচিত ছড়া-কবিতা পাঠ করবেন কবি মুনিরুল ইসলাম, সায়ীদ উসমান, শামস আরেফিন, ফারুক ফেরদৌস, সুলাইমান সাদী, আমিন হানিফ, নকীব মাহমুদ, হাসান আল মাহমুদ, আমিন আশরাফ, আবদুল্লাহ আশরাফ, কামরুল আরেফিন, শরীফ আহমদ, আবু নাঈম ফয়জুল্লাহ, জুবায়ের রশীদ, মাহমুদুল হাসান জালীস।

বিজয় উসবের এ আয়োজনে সহযোগিতা করেছেন মাদানী কুতুবখানা, মাকতাবাতুত তাকী ও আলোকিত জ্ঞানী।

উল্লেখ্য, এসো দেশকে জানি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রথম পর্বের বিজয়ীগণকে চূড়ান্ত পর্বে অংগ্রহণের জন্য অবশ্যই কলমসহ দুপুর ১.৫০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসন গ্রহণ করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ