সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কাতারে প্রবাসীরা নিজ ইচ্ছেমতো যে কোনো কাজ করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

probash_sromicআওয়ার ইসলাম: কাতারে প্রবাসী শ্রমিকরা এখন থেকে নিজ ইচ্ছায় যে কোনো কাজ করতে পারবেন। মালিকের একক ইচ্ছার অধীনে থেকে শ্রমিকদের কাজ করার পদ্ধতিটি আজ থেকে বাতিল হতে যাচ্ছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছ।

আজ থেকেই কাতারে শ্রমিক নিয়োগের কাফালা ব্যবস্থা বাতিল হয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি কার্যকর হবে। পূর্বে থেকেই কাতারে অবস্থানকারী শ্রমিকদের চুক্তিও নতুন পদ্ধতিতে পরিবর্তিত করা হবে বলে মিডিয়াকে জানানো হয়েছে।

শ্রমিক নিয়োগের চুক্তিভিত্তিক নতুন পদ্ধতিতে শ্রমিককে দেশে ফিরতে হলে কফিল বা মালিকের অনুমতি বা অনাপত্তির প্রয়োজন পড়বে না। শ্রমিকের বিরুদ্ধে কোন আইনি অভিযোগ না থাকলে সে প্রয়োজনে নিজ ইচ্ছা মত দেশে ফিরতে পারবে।

নতুন আইন অনুযায়ী একজন শ্রমিক কোন কফিল বা মালিকের অধীনে থেকে কাজের চুক্তি শেষ না করে বা কোন প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ না করে অন্যত্র কাজ করতে পারবে না। অন্যত্র কাজ করতে চাইলে কফিলের অনুমতির প্রয়োজন হবে। কিন্তু নতুন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বর্তমান নিয়োগকারীর অনুমতি ছাড়াই একজন শ্রমিককে নিয়োগ দিতে পারবেন।

এছাড়া কাতারের শ্রম অধিদপ্তরের অনুমতিক্রমে একজন শ্রমিক কফিল বা স্পন্সর বদলাতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে দিতে চাইলে নিয়োগদাতা ও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ