সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কবর প্রস্তুত; জানাজা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed8

আওয়ার ইসলাম: গত ৭ ডিসেম্বর পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর আগে আল্লামা তাকি উসমানির কাছে প্রকাশ করা ইচ্ছে অনুযায়ী তাকে দারুল উলুম করাচির মাঠেই দাফন করা হবে।

এর আগে আজ সকালে জুনায়েদ জামশেদ ও তার স্ত্রীর ডিএনএ সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ভাই হুমায়ুন জামশেদ। সবার সঙ্গে আলাপ করে জানাজার স্থানও ঠিক করা হয় দুপুরে।

জনমনে ক্ষোভ; কী দেখানো হচ্ছে ‘সুলতান সুলেমানে’?

জানা যায়, জুনায়েদ জামশেদের জানাজা মঙ্গলবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে সে জন্যই এ সিদ্ধান্ত নেন মুফতি তাকি উসমানি ও মাওলানা তারিক জামিলসহ পরিবারের সদস্যগণ।

এর আগে মাওলানা তারিক জামিল তার ফেসবুক পেইজে জুনায়েদ জামশেদের কবরের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন দারুল উলুম করাচির মাঠে জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে এবং এখানেই তাকে দাফন করা হবে।

দারুল উলুম করাচির নায়েবে মুহতামিম মুফতি তাকি উসমানি মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেন, জুনায়েদ জামশেদের ইচ্ছে ছিল তিনি দারুল উলুম করাচিতে সমাহিত হবেন তার ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফনের সিদ্ধান্ত হয়েছে।

[caption id="" align="alignnone" width="960"] এখানেই সমাহিত হবে জুনায়েদ জামশেদ[/caption]

সূত্র: কুদরতডটকম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ