সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহার করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bangla-indo-flag_33159_1481095770আওয়ার ইসলাম: ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়াসহ চারটি বিষয়ে চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের বৈঠকে।

সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সকালে নৌসচিব পর্যায়ের বৈঠকে শুরু হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের নৌসচিব রজিভ কুমার।

বৈঠকের শুরুতে অশোক মাধব রায় বলেন, ‘গতকাল (মঙ্গলবার) দু’দেশের নৌ প্রটোকল রুটের কমিটি মিটিং করেছে। আজ সচিব পর্যায়ের সভা। এখানে আমরা চারটি বিষয়ে আলোচনা করব।’

সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে আলাপ-আলোচনার মাধ্যমে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, পায়রা বন্দরে মাল্টিপারপাস (কন্টেইনার) টার্মিনাল নির্মাণ, লাইটহাউজেস ও লাইটশিপস বিষয়ে, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও ভারতের চুক্তি হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ