সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পুড়েছে ৫শ ঘর, ভেঙেছে ২শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bostiঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়েছে হাহাকার। ভয়াবহ এ আগুনে পুড়েছে প্রায় পাঁচশ ঘর। স্থানীয় সিটি কাউন্সিলর মফিজুর রহমান এমনটাই দাবি করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ মতো ঘর ভেঙে ফেলা হয়েছে।

মফিজুর রহমান বলেন, “আমরা অনুমান করছি, একটি লেপ তোশকের দোকান থেকে এ আগুন লেগেছে। বউ বাজারে লাগা এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, `ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ছুটে এসেছেন। তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পাশাপাশি আমাদের এখানে ২০০ প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আছেন। আগুন নেভাতে তারা সহযোগিতা করেছেন। স্থানীয় লোকজনতো ছিলই।'

ঘনবসতিপূর্ণ এ বস্তিতে ৩৫ হাজার ঘর আছে দাবি করে এ জনপ্রতিনিধি বলেন, `৪-৫ লাখ লোক এখানে বাস করেন। দিন দিন বস্তিটি বড় হচ্ছে, মানুষ বাড়ছে। আমরা সাধ্যমতো সবাইকে সচেতন রাখার চেষ্টা করছি। তবুও কোনো অসতর্কতা থেকে এ দুর্ঘটনা ঘটে গেছে। সবাই আরো সচেতন হলে এমনটা হতো না।'

সিটি করপোরেশন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে রাতের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বলেন, `মেয়র মহোদয় ঘুরে গেছেন। তিনি বলেছেন, তদন্ত করে এ আগুন লাগার ঘটনা উদ্ঘাটন করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাপ নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।'

উল্লেখ্য, দুপুর ২টা ৫০ মিনিটে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সন্ধায় নিয়ন্ত্রণে আনে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ