সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্লোভাকিয়ায় রাষ্ট্রধর্ম থেকে বাদ গেল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Syrian Muslim worshippers perform the "Tarawih" evening prayer during the fasting month of Ramadan on June 15, 2016 at a mosque in the rebel-controlled town of Hamouria, in the eastern Ghouta region on the outskirts of the capital Damascus. / AFP PHOTO / Sameer Al-Doumy

আওয়ার ইসলাম: স্লোভাকিয়ায় রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিতে সরকার গত কয়েক বছর চেষ্টার পর একটি আইন পাশ করেছে। সংসদে স্লোভাক ন্যাশনাল পার্টি (এসএনএস) বিলটি উত্থাপন করে এবং দেশটিতে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে যেকোনো ধর্মের নূন্যতম ৫০ হাজার অনুসারীর থাকার প্রস্তাবনা দেয়। সূত্র: ইনডিপেনডেন্ট
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, স্লোভাকিয়ার ৫৪ লাখ জনসংখ্যার মধ্যে বর্তমানে মুসলিমদের সংখ্যা প্রায় ২ হাজার এবং সেখানে রেজিস্টারকৃত কোনো মসজিদও নেই। স্লোভাকিয়ায় ৬২ শতাংশের বেশি ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে।
ক্ষমতাসীন ও বিরোধীদলের দুই-তৃতীয়াংশ সমর্থনের মাধ্যমে সংসদে আইনটি পাশ হয়। এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছিলেন, ইসলামের কোনো স্থান নেই। আর জুলাইয়ে স্লোভাক সরকার ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে তুরস্ক থেকে শরণার্থী গ্রহণের ব্যাপারে অস্বীকৃতি জানায়।

এম কে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ