আওয়ার ইসলাম : চলমান দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে আগামীকাল রোববার (৪ ডিসেম্বর)। এদিন বিকেল ৪টায় অধিবেশন বসবে। এ অধিবেশন কত দিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। আগামীকাল রোববার বিকেল ৩টায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত থাকবেন।
জানা গেছে, আগামীকাল রোববার থেকে শুরু হওয়া চলমান সংসদের ১৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হবে। এরপর জানুয়ারিতে শুরু হবে নতুন বছরের প্রথম অধিবেশন। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
উল্লেখ্য, সংসদের দ্বাদশ অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
আআ