আওয়ার ইসলাম: ওদের বাবা নেই। মা নেই। নেই পরিবার। ইসলাম গ্রহণের পর সব ছেড়েছেন। মাদরাসায় পড়ছেন সঠিক দীন শেখার উদ্দেশ্যে।
এমন কয়েকজন 'নও মুসলিম' শিশু-কিশোরের হাতে আজ বাদ আসর মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা'র মেহমানখানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ' এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
শিশুদের হাতে অর্থ তুলে দেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও মারকাযুত দাওয়াহ ওয়াল ইরশাদ, ঢাকার আমীনুত তা'লীম মুফতি রিজওয়ানুল হক রাহমানী।
বাবা-মার স্নেহ বঞ্চিত এ শিশুরা নগদ সহযোগিতা পেয়ে আনন্দিত হয়। অর্থ বিতরণ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, আজকের মুসলমানদের অবস্থা যাইহোক, পৃথিবীর ঈমানহারা সংখ্যাগরিষ্ঠ জনগণকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব মুসলমানদেরই নিতে হবে। রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরআর