আওয়ার ইসলাম: নাসিরনগরের রসরাজ দাসের ব্যবহার করা মোবাইল ফোন থেকে ধর্ম অবমাননাকর ছবিটি ফেসবুকে পোস্ট হয়নি বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।।’
মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে যে রিপোর্ট এসেছে, ওই রিপোর্টে জব্দকৃত রসরাজ দাসের মোবাইল ফোন থেকে ছবিটি পোস্ট করার আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। সাইবার ক্যাফে থেকে যেসব যন্ত্রাংশ জব্দ করা হয়েছে, সেগুলো থেকেও ছবি পোস্টের আলামত মেলেনি।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল বলেন, ছবি পোস্টের সময় রসরাজ মাছ ধরতে বিলে ছিলেন বলে লোকজন মারফত জানা গেছে। এটা প্রমাণ হলে বোঝা যাবে রসরাজ এর সঙ্গে জড়িত নন।
তিনি বলেন, ‘আল-আমিন সাইবার ক্যাফে থেকে কিছু আলামত সরিয়ে নেওয়ায় সেখান থেকে ছবি পোস্ট দেওয়া হয়েছিল কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে যে সব আলামত সেখান থেকে জব্দ করা হয়েছে, তাতে ছবি পোস্ট দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’
এফএফ