আওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) গতকাল সোমবার তামিলনাড়ু রাজ্যের মাদুরাই থেকে তাদের গ্রেপ্তার করে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনা চক্রান্তের কথা জানতে পারে এনআইএ। পরে তদন্তকারী দলটি জিআর নগর, ওসমাননগর ও ইসমাইলপুরমে অভিযান চালিয়ে এম কারিম, আসিফ সুলতান এবং আব্বাস আলী নামের তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশের এক সূত্র জানায়, আগে গ্রেপ্তার হওয়া হাকিম ও দাউদ সোলেমানকে জেরা করে এদের সম্পর্কে তথ্য জানতে পারে এনআইএ। গ্রেপ্তার হওয়া এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দেশের ২২ জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করার কথা জানতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তারা ভারতে বিভিন্ন দূতাবাসে হামলার পরিকল্পনাও করেছিল বলেও জানায় সংস্থাটি। পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছেন এই হত্যার তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।
এ ঘটনার জেরে আরো দুইজনকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ।