ওমর শাহ: ইসরায়েলে দাবানলের কারণে ১৬০০ নর নারীর মাঝে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। এমনই ফতোয়া দিলেন ইসরায়েলের এক আধ্যাত্মিক গুরু।
ইসরায়েলের নিউজ চ্যানেল ২ এর সূত্রে, তাদের মাঝে তালাকের কারণ সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকান্ড। আগুন লাগার ফলে ১৬০০ টি ঘরে রাখা বিয়ের কাবিননামা পুড়ে যায়। ফলে ওই ইহুদি পন্ডিত ফতোয়া দেন তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে। এ সকল স্বামী স্ত্রী আর এক সঙ্গে থাকতে পারবে না।
উল্লেখ্য, ইসরায়ে গত ২২ নভেম্বর থেকে ভয়বাহ অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে। পাঁচদিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকান্ডে প্রায় ৮০০০০ হাজার মানুষ ঘরছাড়া। আহত হয় ১৫০ জনেরও বেশি।
সূত্র : দৈনিক পাকিস্তান