আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ওইসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
কক্সবাজারের উখিয়ার পালংখালী-৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফেরত পাঠানো ৩৭ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
তিনি জানান, এসব রোহিঙ্গা নারী ও পুরুষ কয়েক ভাগে নাফ নদীর পালংখালী সীমান্ত জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে পালংখালী বিওপি এবং রেজুখাল চেকপোস্ট ৩৪ ব্যাটালিয়নের হাতে ধরা পড়ে।
এফএফ