আওয়ার ইসলাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের নাফ নদী থেকে ভেসে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে। সোমবার সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিলে বলে জানায় বিজিবি।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের ৮টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ দিনে রোহিঙ্গাদের মোট ১৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি
এবিআর