আওয়ার ইসলাম: লিবিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া এক বাংলাদেশিকে সেখানে জিম্মি রেখে, বাংলাদেশে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, বলেছেন এক অভিযানের মাধ্যমে গতরাতে এদের ধরা হয়েছে এবং এটি একটি চক্র যারা বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।
র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, জিম্মি অবস্থার শিকার ওই বাংলাদেশি লিবিয়ায় গিয়েছিলেন ২০১২ সালে।
লিবিয়ায় তাকে আটকে রেখে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালায় ওই চক্র। পরিবারে এক লাখ টাকা দিয়েছিল প্রতারণাকারীদের। কিন্তু বারবার টাকা চাওয়ায় তারা র্যাবের কাছে অভিযোগ করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চক্রের সদস্যদের আটক করা হয় বলে জানাচ্ছে র্যাব।।
র্যাব বলছে, মালয়েশিয়ায় এ ধরনের একটি চক্র কাজ করছে এবং কিছু ঘটনা ঘটছে। এছাড়াও অনেকে যখন অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করে তখন এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে বলে উল্লেখ করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ।
সূত্র: বিবিসি
এফএফ