সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kaderiআওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালালুদ্দীন আল কাদেরী আর নেই।

গতকাল শনিবার দিবাগত রাত ১০টায় ঢাকার বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ২ পুত্র ৫ কন্যাসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০ টায় ঢাকায় মোহাম্মদপুর তৈয়বীয়া-কাদেরীয়া প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা মো. হালিম।

বাদ আছর ঢাকা জাতীয় ঈদগা ময়দানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন নারিন্দা দরবার শরীফের পীর মাওলানা শাহ সুফি আহসানুজ্জামান।

আগামীকাল সোমবার তার মরদেহ চট্টগ্রাম আনার পর বাদ জোহর জমিয়তুল ফালাহ ময়দানে তৃতীয় জানাজায় ইমামতি করবেন আল্লামা শাহ সুফি সাইফুর রহমান নিজামী এবং বাদ আছর জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদাসা প্রাঙ্গণে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবের মরহুমের বড় পুত্র ব্যারিস্টার আবু সাঈদ মো. কাসেম।

এরপর তাঁকে আহমদীয়া সুন্নিয়া কবরস্থানে দাফন করা হবে। মাওলানা জালালুদ্দীন আল কাদেরীর ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, পিএইচপি পরিবারের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান।

 

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ