সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জাতীয় বিশ্ববিদ্যালয় পাল্টে দিলো চতুর্থ বর্ষের ফলাফল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

national-universityআওয়ার ইসলাম:   পূর্ব নোটিশ ছাড়াই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের মাত্র দু’মাস না যেতেই ‘আড়ালে’ সেই ফলাফল পাল্টে দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে করে রীতিমত পাল্টে যেতে বসেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। কোনও শিক্ষার্থীর জিপিএ প্রথমে যা ছিল, তার চেয়ে এবারে আরো কমে গেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য তা স্বীকারও করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন আচরণে হতবাক শিক্ষার্থীরা। প্রতিবাদে মানববন্ধনে নেমেছে ঢাকা কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে ৩১৮ টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রথম প্রকাশ হওয়া এই ফলাফলে নাকি ত্রুটি রয়েছে, এমন কোনও স্বীকারোক্তি বা নোটিশ ছাড়াই হঠাৎ গত ২১ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পূর্বের ফল সরিয়ে, নতুন ফল বসিয়ে দেওয়া হয়। নতুন ফল প্রকাশ করা হচ্ছে এমন কোনও নোটিশও দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় দু’মাস আগে একবার চতুর্থ বর্ষের ফল প্রকাশ করে। মাস্টার্সের ভর্তি হতেও নোটিশ দেয় বিশ্ববিদ্যালয়। সেই মোতাবেক শিক্ষার্থীরা ভর্তির প্রায় সব কার্যক্রমও শেষ করে। কিন্তু হঠাৎ গত সোমবার (২১ নভেম্বর) রাতে পূর্ব কোনও নোটিশ না দিয়েই ফলাফল পরিবর্তন করে ফেলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রেজাল্ট চেক করে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীরই ফলাফলে এবারে ব্যাপক তারতম্য রয়েছে। প্রথমবারের ফলাফলে যে জিপিএ  ছিল,এবারে তা থেকে অনেকের জিপিএ আরও কমে গেছে।

এদিকে রাজধানীর ঢাকা কলেজের কয়েক’শ শিক্ষার্থী গত বৃহস্পতিবার ও শনিবার কলেজের শহীদ মিনারের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন। আজ (রবিবার) রাজধানীর তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা আবারও মানববন্ধন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এবিআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ