আওয়ার ইসলাম: চীনা মুসলিম অধ্যুষিত সিনচিয়াং অঞ্চলের সব অধিবাসীকে তাদের পাসপোর্ট পুলিশের কাছে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।
জানা যায়, সিনচিয়াংয়ের শিনহেজি পাবলিক সিকিউরিটি ইমিগ্রেশন অফিস ১৯ অক্টোবর এ আদেশ জারি করে। তাতে বলা হয়, বিদেশে কেউ যেতে চাইলে পুলিশের অনুমতি লাগবে, অন্যথায় কাউকে বিদেশে যেতে দেয়া হবে না।
এ আদেশের কোনো কারণ তারা জানায়নি। তবে জার্মানভিত্তিক ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, এটা উইঘুর মুসলমানদের চলাফেরা নিয়ন্ত্রণের পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।
বিবৃতিতে বলা হয়, সব নাগরিকের কথা বলা হলেও লক্ষ্য আসলে মুসলমানরাই। কেননা, অতীতেও দেখা গেছে চীন সরকার উইঘুর মুসলমানদের চলাচল নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে।
সিনচিয়াং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ। এখানকার মুসলমানদের ওপর চীনের দমন-পীড়ন একটি নিয়মিত ঘটনা।
সূত্র: সিএনএন
এবিআর