সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

‘রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat8আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাঁচার অধিকার রয়েছে। মিয়ানমারে চলমান নির্মম নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে পার্শবর্তী দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আশ্রয়প্রার্থী রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয়ের সুযোগ দিতে হবে। মিয়ানমারের জালিম সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা ও জাতিগত নির্মুল অভিযান বন্ধের দাবীতে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ দিবসের কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনিতাসির আলী, ড. মেস্তাাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট মো: মিজানুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক- মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা নূরুল আলম আল মামুন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিজয় নগর পানির ট্যাংকির সমানে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ