আওয়ার ইসলাম: বেগম জিয়ার পর এবার নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন পদ্ধতি সংস্কারের নতুন প্রস্তাব দিতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার (২৬ নভেম্বর) সকালে বিরোধী দল জাতীয় পার্টির এই নতুন প্রস্তাব তুলে ধরবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় গণমাধ্যমকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-১ এ ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব’ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এবিআর