মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ থেকে: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পালন করেছে ভৈরবের কওমি মাদরাসা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা। বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব কমলপুর মাদরাসা থেকে মিছিলটি শুরু হয়ে দুর্জয় মোড় প্রদক্ষিণ করে ভৈরব বাজারের রানীবাজার, টিনপট্রি হয়ে ভৈরব পৌরসভার সামনে সংক্ষিপ্ত ভাষণ ও দুআর মাধ্যমে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন কমলপুর মাদরাসার মোহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমী। তিনি বলেন, মিয়ানমারের মুসলমানদের মানবাধিকার ও মানবতা বিপন্ন হয়ে পড়েছে। সুতারাং জাতিসংঘ এবং বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে মিয়ানমারের মুসলমানদের গণহত্যা বন্ধে চাপ দেয়ার
মাওলানা আ: আহাদ বলেন, ‘মিয়ানমার বর্গীদের রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতা ও নির্মমতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতাকেও হার মানিয়েছে।
আরো বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আইয়ুবী, মাওলানা নেয়ামাতুল্লাহ, মাওলানা হাফিজুল্লাহ ও মাওলানা নাজমুল প্রমুখ।
এফএফ