আওয়ার ইসলাম: রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আবার সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ মামলার বিচার কার্যক্রম আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ঠিক করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন—বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকেই এ কে এম মুসা পলাতক।
এফএফ