শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

১৭ লাখ বেশি ভোট পেয়েও কেন হারলেন হিলারি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hillary-clinton-012আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন অন্তত ১৭ লাখ বেশি ভোট পেয়েছেন।

কিন্তু ইলেক্টোরাল কলেজ ভোটের হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

গত ৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। টাইম পত্রিকার খবরে বলা হয়েছে, সর্বশেষ গণনা অনুযায়ী মোট ৬ কোটি ৩৬ লাখ ভোট পেয়েছেন হিলারি। যেখানে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ১৯ লাখ।

কুক পলিটিক্যাল রিপোর্ট অনুযায়ী, হিলারি ৪৮ শতাংশ ভোট এবং ট্রাম্প ৪৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

রিপোর্টে আরো বলা হয়েছে, ২০১২ সালের চেয়ে এবার বেশি ভোট পড়েছে। চার বছর আগের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান মিট রমনি। ওই নির্বাচনে ভোট পড়েছিল ১২ কোটি ৯০ লাখ। আর এবার ২০১৬ সালে ভোট দিয়েছে ১৩ কোটি ২৬ লাখ ভোটার।

যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারিত হয় এই ইলেক্টোরাল কলেজ ভোটে। একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পাবেন।

এ হিসাবে ট্রাম্প ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। সেখানে হিলারি পেয়েছেন ২৩২ ভোট।

এ কারণে ডেমোক্র্যাটরা এই ইলেক্টোরাল কলেজ ভোট বাতিলের দাবি জানাচ্ছেন। তাদের এ দাবিতে মঙ্গলবার পর্যন্ত প্রায় ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছে।

আরআর

http://ourislam24.com/2016/11/23/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ