ইউসুফ বিন মুনীর: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী‘র উদ্যোগে মঙ্গলবার আরাকানে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা ও নির্বিচারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে সমাবেশের আয়োজন করেন উত্তেফাকুল উলামা।
সরকারকে রোহিঙ্গা মুসলিমদের পাশে ডাঁড়ানোর আহবান জানিয়ে সমাবেশে বক্তাগণ বলেন, মায়ানমারে মুসলিমদের ওপর চলা গণহত্যার প্রতিবাদ করুন। সেনাবাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের সাহায্য করুন। প্রয়োজনে সীমান্ত খুলে দিন, ইনশাআল্লাহ জনগণ সরকারের পাশে থাকবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামার সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী ফজলুল হক, মাওলানা শহিদুল্লাহ সরকার, মুফতী মুহিবুল্লাহ, মাওলানা মন্জুরুল হক, ছাত্রনেতা চৌধুরী নাসির আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শরীফুল ইসলাম।
সমাবেশ শেষে মিছিল শহরের নতুন বাজার মোড়ে এসে ঐতিহাসিক বড় মসজিদের খতিব আল্লামা আবদুল হকের দোয়ার মাধ্যমে শেষ হয়।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলার উদ্যোগে শহরের চরপারা মোড়ে আরাকানে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেন।
আরআর