আওয়ার ইসলাম: ইসরাইলে আটক খ্যাতনামা ফিলিস্তিনি মানবাধিকার কর্মী ইসা আমারো’র মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার বিরুদ্ধে ইসরাইল যে সব অভিযোগ এনেছে সেগুলোকে পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে এ মুক্তি দাবি করা হয়।
আল-খলিল(হেবরন) ভিত্তিক ‘ইয়থ এগেনিস্ট সেটেলেমেন্ট’ সংস্থার প্রতিষ্ঠাতা ইসা আমারোকে আজ (বুধবার) ইসরাইলি আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে ১৮টির বেশি অভিযোগ আনা হয়েছে।
অ্যামনেস্টি জানিয়েছে, এ সব অভিযোগ সংক্রান্ত বেশির ভাগই মামলাই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, অশোভন আচরণের যে অভিযোগ আনা হয়েছে তাও আটক থাকার সময়েই ঘটেছে।
ইসা আমারোর বিরুদ্ধে অভিযোগের বন্যা বহিয়ে দেয়া হলেও এগুলোর মধ্যে একটিও নিরাপত্তা সংক্রান্ত নয়। এ অবস্থায় আদালত তাকে দোষী সাব্যস্ত করলে ইসা আমারোকে বিবেকের বন্দি হিসেবে বিবেচনা করবে অ্যামনেস্টি।
এদিকে, আমারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তার মানবাধিকার তৎপরতা বন্ধে মামলার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।
সূত্র: পার্স টুুডে
এফএফ