আওয়ার ইসলাম: চারুকলা অনুষদের উন্মুক্ত স্থানে সোমবার বিকেলে অনুষ্ঠান চলাকালে ধারণ করা এক ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করেছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, “চোর একটি ছেলে, তাকে চিহ্নিত করা গেছে। কিন্তু পরিচয় এখন পাওয়া যায়নি। ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছি।”
কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
তার ব্যাগে মোবাইল ফোন ও নোটপ্যাডসহ মূল্যবান জিনিস ও নথিপত্র ছিল বলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানিয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রদর্শনী শুরুর ঘণ্টাখানেক পর বিকাল ৫টার দিকে রাষ্ট্রদূত ব্যাগটি নিজের আসনে ছেড়ে মোমবাতি জ্বালানোর জন্য সামনে এগোলে একটি ছেলেকে দেখা যায় তার ব্যাগ নিয়ে পালাতে।
অধ্যাপক নিসার গণমাধ্যমকে জানান, “প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সময় উনি (রাষ্ট্রদূত) ব্যাগটি চেয়ারে রেখে সামনে আসেন। এসময় ব্যাগটি চুরি হয়ে যায়।
“তবে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় ছেলেটির ছবি দেখা গেছে।”