সন্ধ্যায় বাসায় ফেরার সময় অফিসের নিচে এসে দেখি অন্য এক অফিসের সিকিউরিটি গার্ড লোকটি একটা পলিথিনের ব্যাগে অল্পকিছু শুকনো মুড়ি নিয়ে চিবুচ্ছেন, তার বিকেলের নাস্তা ওটাই! বুকের ভেতরটা এমন হু হু করে উঠলো! অফিসে প্রতিদিন কত ভালো ভালো নাস্তা দেয়, তাও সবদিন খাই না! আর এই লোকটি! কত তৃপ্তি নিয়ে শুকনো মুড়ি চিবুচ্ছেন!
লোকটিকে আমি চিনি, অফিসে আসতে যেতে প্রায় প্রতিদিনই সালাম বিনিময় হয়। আমার হাতে ছিল লাড্ডুর প্যাকেট। ভয়ে ভয়ে সেটাই লোকটির দিকে বাড়িয়ে ধরলাম, যদি কিছু মনে করেন, যদি লাড্ডুর প্যাকেট ফিরিয়ে দেন! আমাকে কৃতার্থ করে দিয়ে লোকটি লাড্ডু গ্রহন করলেন এবং বিনয়ের সাথে ধন্যবাদও জানালেন। বুকভরা ভালোবাসা আর চোখ ভরা জল নিয়ে আমি বাসার দিকে পা বাড়ালাম।
মানুষকে ভালোবাসতে জানলে নিজের হাজারটা দুঃখ, কষ্ট, আঘাতও গায়ে লাগে না। জীবন এত সংক্ষিপ্ত যে মাঝে মাঝে মনে হয়, ভালোবাসার জন্য একটা জীবন খুব স্বল্প সময়। একটা দীর্ঘ জীবন আমার বাঁচতে ইচ্ছে করে শুধু ভালোবাসার জন্য। কারো মুখে এক টুকরো হাসি ফোটানোতে যতটা আনন্দ, সারা পৃথিবী আমার হাতে তুলে দিলেও ততটা আনন্দ পাবো না। মানুষ, যদি চাও, আমাকে কষ্ট দিতে পারো। আমি তোমাদেরকে ভালোবাসি।
এফএফ