সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 maloyeshia   আওয়ার ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী  শনিবার দেশটির রাজপথে নেমে এসেছে। এ সময় তারা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার জোড়ালা দাবি জানান। গত ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির শীর্ষ সংস্কারপন্থী সংগঠন বারশি এ বিক্ষোভের আয়োজন করে।শনিবারের এ বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছিলো মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার জোর চেষ্টা করা হয়। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১ এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তবে ‘রেড শার্ট’ পরা সরকারপন্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী ‘ইয়োলো শার্ট’ পরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতিহত করার হুমকি দিলে সম্প্রতি উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সমাবেশের কয়েক ঘণ্টা আগে বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়।

ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতেই রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজধানী ও এর আশপাশের এলাকায় যান চলাচল যথেষ্ট ব্যাহত হচ্ছে।

দেরেক ওং (৩৮) নামের একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’

তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’

নাজিব অবশ্য সব ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করেছেন।

সরকার সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, এই বিক্ষোভ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পদচ্যুত করার জন্য বিরোধীদলের একটি রাজনৈতিক হাতিয়ার। তবে বেরসির ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে খাটো করার জন্য আসিনি। আমরা দেশকে ভালবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালি করতে।

সমাবেশের আগের দিন আয়োজক সংগঠনের নেতাদের গ্রেফতার করা হয়। পাশাপাশি সরকারবিরোধী সমাবেশের প্রতি সমর্থন জানানোয় বহু সংখ্যক সাধারণ নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি।

এবিআর

সূত্র: আল জাজিরা, বিবিসি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ