আওয়ার ইসলাম: সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আজ (শনিবার) সন্ধ্যায় ক্যামেরাযুক্ত চার পাখার এ ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
আইএসপিআর বলেছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৬০ মিটার পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ে ড্রোনটি। সীমান্তের রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টের কাছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। তবে ড্রোন ভূপাতিত করার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায় নি।
গত বছরের জুন মাসে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল যে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরে ঢুকে পড়ার পর তারা ভারতের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইএসপিআর বলেছিল, ড্রোনটিকে আকাশ থেকে ছবি তোলার কাজে ব্যবহার করা হচ্ছিল।
সম্প্রতি যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে তখন আজ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।
সূত্র: পার্স টুডে
এফএফ