সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

রোহিংগা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর ঢাবি! ২১ নভেম্বর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু
ঢাবি

raju_vaskarjaঅং সান সুচির মিয়ানমারে চলছে চরম নিন্দনীয় এক গনহত্যা। হাজার বছর ধরে রোহিংগারা মিয়ানমারে বসবাস করলেও তাদের স্বীকৃতি না দিয়ে উল্টো সামরিক বাহিনী ও বৌদ্ধ ভিক্ষুদের দিয়ে দেশ ছাড়া করা হচ্ছে রোহিংগা মুসলিমদের।

মিয়ানমার সেনাবাহিনীর হাতে ৫ দিনে ৭০ মুসলিম হত্যার পর প্রতিবাদমুখর হয়ে উঠে সমগ্র মুসলিম বিশ্ব। মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশের ছাত্র জনতা’র মধ্যেও চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়।

ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ থেকে আগামী ২১ নভেম্বর সোমবার বেলা ১১ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে রোহিংগা গণহত্যার বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের অং সান সুচির নোবেল পদক ফিরিয়ে নিতে অনলাইনে পিটিশনে সাইন করছেন।

ঢাবি শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, রোহিংগা গণহত্যা নিয়ে মিডিয়া চুপ, কিন্ত কেন? তারা মুসলিম বলে কি তাদের কান্না বিশ্ব মিডিয়ায় আসে না?

রফিকুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘যেই ধর্মে জীব হত্যা মহাপাপ, সেই ধর্মের মানুষেরা কিভাবে এত মানুষ হত্যা করে?

শিকদার হাফিজ নামের আরেক ঢাবি ছাত্র বলেন, আমাদের সংবিধানের ২৫ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। মিয়ানমারের আরাকানে মানবতার চরম বিপর্যয় দেখা দিয়েছে, আমাদের উচিত এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেইসবুক গ্রুপের এডমিন শাহরিয়ার প্রামাণিক আগামী সোমবার বেলা ১১ টায় সকল শিক্ষার্থীকে আরাকানে সংঘটিত গণহত্যা ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ