সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

অসমে উলফা গেরিলাদের হামলায় ৩ জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92560255_militants-are-trained-at-ulfa-camp-in-assam-picture-id88946522আওয়ার ইসলাম: ভারতের অসমে সন্দেহভাজন উলফা গেরিলাদের হামলায় সেনাবাহিনীর ৩ জওয়ান নিহত এবং আহত ৪ জন আহত হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শনিবার) সকালে তিনসুকিয়ার ডিগবয়ের পেঙ্গরি এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে আইইডি বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল সুনীত নিউটন বলেন, আজ সকাল সাড়ে ৫ টা নাগাদ ওই হামলার ঘটনা ঘটেছে।

বর্তমানে গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বলা হচ্ছে ৭ জায়গায় আইইডি বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জবাবি হামলা চালানো হলেও এখনো পর্যন্ত কোনো গেরিলার নিহত হওয়ার ঘটনা ঘটেনি। গেরিলারা সেনাবাহিনীর দুটি গাড়িতে গুলি বর্ষণ করলে জওয়ানদের পক্ষ থেকে পাল্টা গুলি বর্ষণ করা হয়।

অসম পুলিশের মহানির্দেশক মুকেশ সহায় এর আগে জানিয়েছিলেন সন্দেহভাজন উলফা গেরিলাদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান নিহত এবং ৪ জন আহত হয়েছে। কিন্তু  পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে যায়।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল  এ হামলার নিন্দা করে বলেন, কর্মকর্তাদের তিনসুকিয়াতে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেনবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ হামলার বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকারকে জানিয়েছেন।

‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম’ নামে গেরিলা সংগঠনটি ভারতের পূর্ব-উত্তর রাজ্য অসমে সক্রিয় রয়েছে। ভারত সরকার ওই সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ১৯৯০ সালে নিষিদ্ধ ঘোষণা করে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ