আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গত বছর স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এ জন্য এবার সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। বিকেল সোয়া ৪টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়ে এখনো চলছে।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠনে দলের বিভিন্ন প্রস্তাব তুলে ধরছেন। এ ছাড়া সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, জাতীয় নির্বাচনের জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রণয়ন বাঞ্ছনীয়। নিবন্ধনকৃত রাজনৈতিক দল বা বিভিন্ন সময়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করতে হবে। দুই রাজনৈতিক জোটের দুই মূল প্রতিনিধি, সহায়তাকারী আরো দুজন প্রতিনিধি বৈঠকে থাকবেন। এ ছাড়া মহাসচিব বা সাধারণ সম্পাদক পর্যায়ে বৈঠক করতে হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ছাড়াও সুশীলসমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: এনটিভি
এফএফ