আওয়ার ইসলাম: মুজাফফরাবাদে কাশ্মীরীদের জন্য নতুন জাতীয় সংগীত চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নয়া এই জাতীয় সংগীতটি ভারতের অধিকৃত কাশ্মীরীদের বর্তমান পরিস্থিতির ওপর প্রভাবিত হয়ে লেখা হয়েছে।
‘কাশ্মীর যা, পাকিস্তানও তা
এ উপত্যকা
এটা ভূস্বর্গ
তার ভাগ্যই এখন স্বাধীনতা।’
এই শব্দগুলো তাদের নয়া সংগীতের বাক্যাংশ। এর প্রযোজক প্রসিদ্ধ অভিনেতা মঈন আখতারের ছেলে ওমর আহসান। আরকিউ জিউনস মিডিয়ার পক্ষ থেকে সংগীতটি রেকর্ড করা হয়েছে।
সংগীতটি চালু করার প্রাক্কালে সংবাদ সংস্থা ডনের সঙ্গে আলোচনা করেন প্রযোজক ওমর আহসান। তিনি বলেন, ‘ভারতীয় বাহিনীর সীমাহীন বর্বরতা এবং কাশ্মীরীদের অদম্য প্রতিরোধ আমাকে কাশ্মীরীদের পক্ষে জাতীয় সংগীত লিখতে অনুপ্রাণিত করেছে।
ওমর আহসান এমবিএ করার পর বর্তমানে সাইকোলজিতে ডক্টরেট করছেন। যখন পাকসেনা সন্ত্রাস বিরোধী প্রচারভিযান শুরু করে তখন তিনি এর পক্ষে সাতটিরও বেশি সংগীত পরিবেশন করেন।
ওমর আহসান বলেন, ‘আমি ভারতের অধিকৃত কাশ্মীরী জনতার ওপর কেস প্যালেট এবং নির্বিচারের ফায়ারিংয়ের ছবি দেখে আমার ভেতরে তাদের জন্য মমতা জাগ্রত হয়। আর সেই তাগিদেই কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে তাদের জাগিয়ে তুলতে একটি জাতীয় সংগীত লেখার কথা চিন্তা করি। আমি এটা ভেবে আশ্চর্য হই যে, কাশ্মীরীদের কোনো জাতীয় সংগীত নেই।
সূত্র: ডন নিউজ উর্দু।