সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

`রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে একটি মহল চক্রান্ত করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_lawআওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী আইজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লুৎফর রহমান শেখ বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাতিল করার লক্ষ্যে একটি বিশেষ মহল চক্রান্তে মেতেছে। ডঃ আবদুর রাজ্জাক ইসলাম বিদ্বেষী যে বক্তব্য দিয়েছেন তা দেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িকতাতে প্রশ্নবিদ্ধ করেছে।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের ঢাকা বারের সেক্রেটারী, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ এইচ এম শহিদুল হক তোতার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট সর্দার মোঃ মানিক মিয়া, অধ্যক্ষ এ্যাডভোকেট নুরুল হক, এ্যাডভোকেট মুহিব্বুল্যাহ, এ্যাডভোকেট ফরিদুল ইসলাম প্রমুখ।

এ্যাডভোকেট লুৎফর রহমান শেখ বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়। এ বিষয়ে উস্কানীমূলক বক্তব্য আদালত অবমাননার শামিল। কিছু সাম্প্রদায়িক সংগঠন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে গভীর ও ভয়াবহ ষড়যন্ত্র করার কোন সুযোগ নেই।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলানা মুহিব্বুল্যাহ বলেন, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ-এর নির্বাচনী অন্যতম ইশতেহার ছিল ইসলাম বিরোধী কোন আইন পাশ করা হবে না। ডঃ আবদুর রাজ্জাক-এর এই বক্তব্য আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সম্পূর্ণ বিরোধী।

সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সরদার মোঃ মানিক মিয়া বলেন, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কোন ষড়যন্ত্র করা হলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা কোনভাবেই তা মেনে নিবে না বরং এটা সরকারের সমর্থনে হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করা হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ