আওয়ার ইসলাম: মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার আদালত এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মামলাটি নতুন করে বিচারের নির্দেশও দিয়েছে। রয়টার্স’র উদ্ধৃতি দিয়ে ডন এ খবর প্রকাশ করেছে।
সূত্র জানায়, ২০১৫’র ১৬ মে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিসহ শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি আদালত।
দেশটিতে ২০১১ সালের অভ্যুত্থানে কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। আদালতের বিচারক রায় পড়ে শোনানোর সময় কাঠগড়ায় স্থাপিত খাঁচায় বসা মুরসি মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে বিচার প্রত্যাখ্যান করেছিলেন তখন।
উল্লেখ্য, ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফল হিসেবে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। তবে তাঁর শাসনামলের এক বছর ঘুরতে না ঘুরতেই বিভিন্ন কারণে গণবিক্ষোভ শুরু হয় এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। একই সাথে তার দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ করা হয়।
আরআর
http://ourislam24.com/2016/11/15/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC/