আওয়ার ইসলাম: ইসলামের আচার-অনুষ্ঠান ভিন্ন অন্য কোনো ধর্মের যাবতীয় অনুষ্ঠান উপলক্ষ্যে স্কুলগুলোতে যে ছুটি দেওয়া হতো তা বাতিল করেছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। দেশের আন্তর্জাতিক স্কুলগুলোকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, কেবল ইসলামিক অনুষ্ঠানেই বাধ্যতামূলক ছুটি দিতে হবে। খবর খালিজ টাইমসের।
নতুন এ নির্দেশনার ফলে সৌদি আরবে এখন থেকে বড় দিন ও ইংরেজি নববর্ষের দিনগুলোতে স্কুলগুলো খোলা থাকবে।
সব স্কুলকে বলা হয়েছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে। যারা এ নির্দেশনা মানবে না তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে বলেও সাবধান করে দেয়া হয়েছে।
এবিআর