আওয়ার ইসলাম: সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করতাম মর্মে আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককের এমন মন্তব্য ব্যক্তিগত হতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক নিজস্ব কক্ষে আনুষ্ঠানিক ভাবে অফিস শুরু করেন। এ দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হঠাৎ করে এ প্রশ্ন কেন এলো তা আমি জানি না। সম্ভবত এটা তার ব্যক্তিগত মতামত। সংবিধান সংশোধন কমিটি দীর্ঘ সময় আলাপ-আলোচনা শেষে জাতীয় সংসদে যে বিষয়টি পুরোপুরি মিমাংসিত সেটা এখন আনসারটেন করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সংবিধান সংশোধনের চিন্তা বর্তমানে পার্টি বা সরকারের নেই।
আওয়ামী লীগের অফিস প্রসঙ্গে তিনি বলেন, পার্টির অফিসগুলোকেও আমরা ঢেলে সাজাবো এবং আধুনিকভাবে কাজ করার উপযুক্ত করে তুলবো। দলীয় অফিসগুলোকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আরো শৃঙ্খলায় নিয়ে আসবো। পাশাপাশি আমাদের ইলেকশন অফিসগুলোকে আধুনিক করবো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটা বাড়ি ভাড়া নেবো আওয়ামী লীগের পক্ষ থেকে। আগামী নির্বাচনকে সামনে রেখে সে অফিসে নির্বাচনী কর্মকাণ্ড চালানো হবে।
এ বি আর